২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৫৯ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ২২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন, শনাক্ত ২০ লাখ ৯ হাজার ১২৯ জন। সোমবার (১৫ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪১৫  জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৩৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তে হার ৪ দশমিক ৯ শতাংশ, এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।