শিশুমৃত্যু কমাতে ঢামেকে ‌‘স্ক্যানু’ চালু

শিশুমৃত্যুর হার কমাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষায়িত সেবাকেন্দ্র (স্ক্যানু) চালু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঢামেকসহ সারা দেশের ৫০ জেলায় ৭৪টি শেখ রাসেল বিশেষায়িত সেবা কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রতি হাজারে ৩০ জন শিশু মারা যায়। কিন্তু এসডিজি অর্জন করতে হলে এই হার কমিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে স্ক্যানু কার্যকর ভূমিকা রাখবে। কারিগরি ও আর্থিক সহায়তার জন্য ইউএসএআইডি এবং ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিয়া, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লা প্রমুখ।

ইউএসএআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের (মামনি এমএনসিএসপি) সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা মেডিক্যাল কলেজে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (স্ক্যানু) চালু করেছে। ইতোমধ্যে দেশে ৫০ জেলায় এ সেবা চালু করা হয়েছে।