বিএসএমএমইউ-তে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে অনলাইনে

প্রথমবারের মতো  স্বাস্থ্য পরীক্ষার ফল অনলাইনে দেওয়ার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।বুধবার (২৬ অক্টোবর) সকালে অনলাইনে রিপোর্ট প্রাপ্তির উদ্বোধন করবেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার ফলাফল অনলাইনে পাওয়া যাবে। বুধবার সকাল সাড়ে ৯টায় অনলাইন রিপোর্টিং কার্যক্রমের অংশ হিসেবে বায়োকেমিস্ট্রি বিভাগে এর  উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।