ডেঙ্গুতে আরও ৩০৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩০৮ জন। এসময়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৭২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৩৬ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৭৭৭ জন, আর বাকি ৫৫৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৯২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৩৩৮ জন।