ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৫৩ জন। বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৩০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১২৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৭১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৬৮৩ জন, আর বাকি ৪৮৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ৪৪৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ১৮ জন।