ডেঙ্গুতে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২২৪ জন এবং এ সময়ে কেউ মারা যায়নি। সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।  আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১০৫ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৫২৩ জন, আর বাকি ৪৫৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫২২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ২৭৬ জন।