সেন্টমার্টিন থেকে ঢাকায় টেলিমেডিসিন সেবা দিলেন স্বাস্থ্যের ডিজি

সেন্টমার্টিন দ্বীপে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এদিন সকালে মহাপরিচালক টেলিমেডিসিন সেন্টার উদ্বোধন করে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে টেলিমেডিসিন কার্যক্রম শুরু করেন। এসময় তিনি দেশের অন্যান্য টেলিমেডিসিন সেন্টার যেমন- লক্ষ্মীপুর, বিএসএমএমইউ,কুষ্টিয়া ও রাজশাহী মেডিক্যাল কলেজের সঙ্গে সংযুক্ত হয়ে ৫ জন রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেন।

টেলিমেডিসিন কার্যক্রম শেষে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, হাসপাতালের বহির্বিভাগ, অন্তবিভাগ, ইপিআই বিভাগ, পুষ্টি বিভাগ পরিদর্শন করেন এবং হাসাপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবাকর্মী ও আগত রোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক হাসপাতালে আয়োজিত একটি মতবিনিময় সভায় চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী, কর্মচারী ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাসপাতালে সবসময় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি একটি নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ একটি প্রত্যন্ত অঞ্চল ও জরুরি সেবার জন্য একটি নৌ অ্যাম্বুলেন্স বিশেষভাবে প্রয়োজন বলে করেন তিনি। 

এসময়  উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার জেলার ইউএইচএফপিও ডা. গোলাম মোস্তফা নাদিম,  ডা. শোভন দত্ত, ডা. টিটু চন্দ্র সেন, ও ডা. আলি হাসান বিজয়।