নিপাহ ভাইরাসের ৮ রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে  নিপাহ ভাইরাসে রোগী পাওয়া গেছে ক্রমশ। এ পর্যন্ত ৮ জন রোগী পেয়েছে সরকার, তারমধ্যে ৫ জন মারা গেছেন।

রবিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এক্ষেত্রে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কারণ, এই ভাইরাসের কোনও নমুনা নাই, প্রতিষেধকও নাই।’ খেজুরের কাঁচা রস না খেতে, একইসঙ্গে যেসব ফল পাখি খায়, সেসব খাওয়া না খাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালগুলোতে সেবার মান বাড়াতে সরকার বদ্ধ পরিকর। মান বুঝে হাসপাতালগুলোর ক্যাটাগরি ঠিক করা প্রক্রিয়াধীন। খরচও সেভাবেই নির্ধারিত হবে। এক্ষেত্রে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী মাসের সভায় সুপারিশ দেবে।’

তিনি বলেন, ‘এই ক্যাটাগরি সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’