বিএসএমএমইউয়ে নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার চালুর ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নিউরো সার্জিক্যালজিক্যাল চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিএসএমএমইউয়ে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তুলতে ‘নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার’ চালু করা হবে।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে দেশে প্রথম আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জন ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে আমরা সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছি। তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে দক্ষ করে তুলতে আমরা প্রশিক্ষণের ওপর জোড় দিচ্ছি। এমন আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস’র সভাপতি ও বিএসএমএমইউয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো, তরুণ নিউরোসার্জনদের নিউরোসার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা যেন বিশ্বমানের হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। পর্যায় ক্রমে দেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য দক্ষ নিউরোসার্জন গড়ে তুলে জেলা হাসপাতাল এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরোসার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করা।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের ফুজিতা হেলথ ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ও এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনের সভাপতি প্রফেসর ইউ কাতো।

কনফারেন্সে আরও ছিলেন– বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, তাইওয়ান, ভারত, ইন্দোনেশিয়া, তার্কি, উজবেকিস্তানসহ বাংলাদেশের প্রায় ২০০ নিউরোসার্জন।