ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, নতুন ভর্তি ২০৪৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এ সময় ২ হাজার ৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৮ জন মারা গেছেন।

শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬০ জন ঢাকার এবং ঢাকার বাইরের হলেন ১ হাজার ৫৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৫০৯ জন, আর বাকি ৫ হাজার ৮২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন।

উল্লেখ্য, তিন মাস ধরে ডেঙ্গুতে মৃত্যুর ঢেউ ঊর্ধ্বমুখী। এদিকে এডিস মশা নির্মূলেও কার্যকর ও স্থায়ী কোনও সমাধান মিলছে না। অন্যদিকে জলবায়ু ও তাপমাত্রার ওঠানামার কারণে ডেঙ্গু স্থায়ী জায়গা করে নিয়েছে। সাধারণত বর্ষার শেষে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কথা কিন্তু মহামারির মতো বেড়েই চলেছে। কাজে আসছে না কোনও সচেতনতাও।