আইসিডিডিআর,বি’র ডায়াগনস্টিক সেবা এখন মিরপুরে

আইসিডিডিআর,বি এখন থেকে ঢাকার মিরপুরে ডায়াগনস্টিক সেবা দেবে। এ লক্ষ্যে সোমবার (৩০ অক্টোবর) মিরপুর ১১ নম্বর সেকশনে মেট্রোরেল স্টেশনের কাছেই নতুন একটি নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। নতুন কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর,বি মিরপুর এবং আশেপাশের এলাকার আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে বলে আশা করছে।

আইসিডিডিআর,বি-র সংক্রামক রোগ বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি-র সিনিয়র লিডারশিপ টিমের সদস্যদের মধ্যে ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির, ফিন্যান্স ডিরেক্টর টমাস লিয়াম ব্যারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফিরদৌসী কাদরী বলেন, ‘আমরা সবসময় মানুষকে ল্যাবরেটরি টেস্টিং এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রে সর্বোত্তম সেবা প্রদান করতে চাই। এক্ষেত্রে আমরা তাদের কাছে অঙ্গীকারবদ্ধ। এই প্রচেষ্টা থেকেই আজকে মিরপুরে  নতুন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। মিরপুর এবং আশেপাশের এলাকার বাসিন্দাদেরকে বিশ্বমানের পরিষেবা গ্রহণের জন্য উৎসাহিত করছি। কেননা,  মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সবার জন্যই সহজ হওয়া উচিত।’

ডা.  ফজলুল কবির বলেন, ‘নতুন ডায়াগনস্টিক সেন্টারটির অবস্থান খুবই কৌশলগতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে, শুধুমাত্র মিরপুরের বাসিন্দারাই নয়, বরং যারা উত্তরা, আগারগাঁও এবং ফার্মগেট এলাকায় বসবাস করেন— তারাও মেট্রোরেলের মাধ্যমে খুব সহজেই এখানে আসতে পারবেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে এসব এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।’

আইসিডিডিআরবি জানিয়েছে, নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের পশ্চিম দিকে শাগুফতা আরএম সেন্টার, প্লট ১৬-১৭, প্রধান সড়কে অবস্থিত। আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করে।