ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬১৫ জন মারা গেলেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯২০ জন। আক্রান্তদের মধ্যে ১৯৩ জন ঢাকার। ৭৭৫ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৭৪ জন। বাকি ২ হাজার ৬১৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১২ জন।