করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময় করোনায় শনাক্ত হয়েছে ৩৫ জন। এদিন প্রতি ১০০ জনে নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৮২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০৬টি। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।