বিশ্ব স্বাস্থ্য দিবসে বক্তারা

‘জনগণের চিকিৎসাসেবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে’

বাংলাদেশে স্বাস্থ্য অধিকারের বিষয়টি আইনের মাধ্যমে সুরক্ষিত নয়। জনগণের চিকিৎসাসেবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এজন্য দেশের প্রত্যেক চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টুডেন্ট, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা।

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ স্লোগানকে সামনে রেখে ৭ এপ্রিল (রবিবার) পালিত হলো এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস।

জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবসে রবিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর তোপখানায় কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনটির আহ্বায়ক ফয়জুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— তৈমুর খান, কাইয়ুম হোসেন, আলবার্ট উইলিয়াম অনন্ত, আবদুস সামাদ, কামরুজ্জামান ফিরোজসহ প্রমুখ।

এ সময় ফয়জুল হাকিম বলেন, ‘‘এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান হচ্ছে ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য অধিকার আইন দ্বারা সুরক্ষিত নয়।’

তিনি বলেন, ‘জনগণের চিকিৎসাসেবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে বাধ্য করার জন্য গণআন্দোলন সংগঠিত করতে দেশের জনদরদী চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টুডেন্ট, স্বাস্থ্যকর্মীসহ জনগণকে এগিয়ে আসতে হবে।’

ফয়জুল হাকিম বলেন, ‘জনগণের প্রকৃত উন্নয়ন হচ্ছে—জনগণের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা। দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫২ বছর পরও আজ এসব অধিকার প্রতিষ্ঠিত হয়নি।’

আলোচকরা দেশজুড়ে জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।