আলাদা হচ্ছে আরও এক জোড়া শিশু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাভার পর এবার আলাদা করা হচ্ছে সুমাইয়া ও খাদিজা নামে আরও দুই শিশুকে। তারা বর্তমানে বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিম তাদের অস্ত্রোপচার সম্পন্ন করবে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

সোমবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন শিশু সুমাইয়া ও খাদিজাকে দেখতে যান উপাচার্য। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সার্বিক দিকনির্দেশনা দেন।

জানা গেছে, চিকিৎসাধীন সুমাইয়া ও খাদিজার বয়স ৩০ মাস। তাদের শরীরের পেছনের কোমর থেকে নিম্নাংশে জোড়া লাগানো। অস্ত্রোপচার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন জানান, কমপক্ষে তিনবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই জোড়া লাগা শিশুর আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ ঘণ্টার জটিল অপারেশনের পর আলাদা হয় কুড়িগ্রামের মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাভা। তাদের চিকিৎসার সব খরচ ব্যক্তিগতভাবে বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন...

১৫ ঘণ্টার অপারেশনে আলাদা হলো মেরুদণ্ডে জোড়া লাগা নুহা ও নাভা

ভালো আছে সেই নুহা-নাভা

জোড়া শিশুর অস্ত্রোপচার সফল, খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী