স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে দ্বিতীয় দিনে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) চিঠি বাতিলের পর এবার বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠনের একদফা দাবিতে স্বাস্থ্য অধিদফতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, আইন ও কাউন্সিল ছাড়া তারা আন্দোলন বন্ধ করবেন না, ক্লাসে ফিরে যাবেন না। এদিকে বিক্ষোভের কারণে অধিদফতরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান সেখানকার কর্মকর্তারা।

এর আগে গত ৭ জুলাই দুই দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে বিক্ষোভ করেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,  তাদের দাবি যতদিন পর্যন্ত না মেনে না নেওয়া হবে, ততদিন লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

বিক্ষোভ সমাবেশে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বর মাসেও সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সে সময় ১৪ দিন ক্যাম্পাস শাটডাউন ছিল। এরপর অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) আশ্বাসে তারা ক্লাসে ফিরে যান। কিন্তু কর্তৃপক্ষ কথা রাখতে ব্যর্থ হয়েছেন।

ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার্থীরা জানান, গত ৩০ জুন থেকে মৌলিক দাবিতে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে আসছেন তারা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য-শিক্ষা বিভাগ থেকে নিয়োগ যোগ্যতা সংক্রান্ত চিঠি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য-শিক্ষা বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহর সই করা চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।