‘অপ্রয়োজনে অক্সিজেনের সিলিন্ডার মজুত দুর্ঘটনার কারণ হতে পারে’

বাসা বাড়িতে অপ্রয়োজনে অক্সিজেনের সিলিন্ডার মজুত করে রাখলে তা দুর্ঘটনার কারণ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৮ আগস্ট) দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল চিকিৎসা সামগ্রী। অক্সিজেন চিকিৎসা কাজে ব্যবহৃত ওষুধও বটে। কাজেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।’ ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বাসাবাড়িতে অপ্রয়োজনে অক্সিজেনের সিলিন্ডার মজুত করে রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা মনে করি, এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটু সচেতন হলেই এড়িয়ে চলতে পারি।’