মৃত্যু কমেছে ৩২ শতাংশ

গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে করোনার নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও কমেছে।

সোমবার (১৩ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, গত সপ্তাহে (৬  থেকে ১২ সেপ্টেম্বর) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৮২ হাজার ৭১৮টি। তার আগের সপ্তাহে (৩০ থেকে ৫ সেপ্টেম্বর)  নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৯৪ হাজার ৬২২টি। অর্থাৎ, নমুনা পরীক্ষার হার কমেছে ৬ দশমিক ১২ শতাংশ।

একইভাবে গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৫৭ জন, আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ২০ হাজার ৯১৯ জন। রোগী শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭৫৮ জন, আর আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৩৫ হাজার ৩৬৬ জন। রোগী সুস্থ হওয়ার হার কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।

অধিদফতর আরও  জানায়, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের, তার আগের সপ্তাহে মারা গেছেন ৫৪৮ জন। অর্থাৎ, এক গত সপ্তাহের ব্যাবধানে মৃত্যুর হার কমেছে ৩২ দশমিক ৮৫ শতাংশ।