ছয় বিভাগ মৃত্যুহীন

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের চার জন, বাকি দুই জন চট্টগ্রাম বিভাগের। দেশের বাকি ছয় বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত করোনায় কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জানিয়েছে, ঢাকা বিভাগে মৃত চার জনের মধ্যে ঢাকা জেলায় দুই জন এবং ফরিদপুর ও নারায়ণগঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৫৪ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৯৫ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪২ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৩ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৬৪ জন, বরিশাল বিভাগে ৯৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগের মারা গেছেন ৮৪৩ জন।