২৮ জেলায় শূন্য, ৩৩ জেলায় এক অঙ্কের রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৯৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কেউই ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ২৮ জেলার বাসিন্দা নন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২৯৪ জনের মধ্যে দুই অঙ্কের রোগী ঢাকা মহানগরসহ তিন জেলার। এক-দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৩৩ জেলায়। আর ২৮ জেলায় কারও মধ্যে জীবাণুটি ধরা পড়েনি।

ঢাকা বিভাগে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ১৮২ জন, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় ২০ জন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১৪ জন।

ঢাকা বিভাগের ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর. পাবনা ও বগুড়া, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ‍ও দিনাজপুর, খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও নড়াইল এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় শনাক্ত হয়েছে এক অঙ্কের রোগী।

নতুন রোগী শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও নরসিংদী, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর ও কুমিল্লা. রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট, রংপুর বিভাগের নীলফামারী ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা ও সাতক্ষীরা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা।