১০ কোটি ডোজের মাইলফলক

সারাদেশে গতকাল বুধবার (১ ডিসেম্বর) ১৩ লাখ ৬ হাজার ৫৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৮ লাখ ৪৮ হাজার ৯০ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২৯ হাজার ২২০ জন।

বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বুধবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ১০ লাখ ১ হাজার ৩০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫ হাজার ২৬২ জনকে। আর বুধবার ২৮ হাজার ৫৪২ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৭ হাজার ৪১০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭৩৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। অর্থাৎ এখন পর্যন্ত ১০ কোটি ২ হাজার ১২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।