একদিনে শনাক্ত ৩২৯, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। ১১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুনভাবে ৩২৯ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ। রবিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ নভেম্বর ৩১২ জনের মধ্যে করোনা ধরা পড়ে। এরপর থেকে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ৩শ’র নিচেই ছিল।

আগের দিন ১৭৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া মারা যান পাঁচ জন। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় ১৫২ জন রোগী বেড়েছে আর মৃত্যুর সংখ্যা একজন বেশি।

নতুনভাবে শনাক্ত ৩২৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় ছয় জনকে নিয়ে এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ২৮ হাজার ২৮ জন।

মারা যাওয়া ব্যক্তিদের পুরুষ ৪ জন এবং নারী ২ জন। তাদের নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯২৮ জন পুরুষ আর ১০ হাজার ১০০ জন নারীর মৃত্যু হয়েছে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫১-৬০ বছরের মধ্যে মারা গেছেন ৩ জন। এছাড়া ৮১-৯০ বছরের মধ্যে ১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১ জন এবং ২১-৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। এরমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের ২ জন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে প্রাণ হারিয়েছেন। সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৪০০টি। এরমধ্যে পরীক্ষা হয়েছে ২১ হাজার ৬১২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। এখন পর্যন্ত মোট আক্রান্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭৮ লাখ ৬৯ হাজার ১৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৫১ হাজার ৫৩টি।