বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়ালো

করোনা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে আজ (৪ জানুয়ারি) ৪৯ হাজার ৫৩৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগরীতে ১৫ হাজার ৩০৯ জনসহ ঢাকা বিভাগে ২২ হাজার ৬৭৮ জন মঙ্গলবার বুস্টার ডোজ নিয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৬৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ১৩২ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ৬৩১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ২৮১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৫৩৮ জন, বরিশাল বিভাগে ৯২৭ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৭০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয় আজ।

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয় করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ১৮৫ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।  

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনা টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।