২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মঙ্গলবার শনাক্ত ছিল ৭৩৭ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭২৮টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৬৪ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১৪ দশমিক ০৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।