দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৭৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬৭৯ জন। গতকাল শনাক্ত ছিল ৬৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৬২ জন এবং শনাক্ত ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৩২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৭২ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ২ জন পুরুষ এবং তারা ময়মনসিংহে অবস্থান করছিলেন।