করোনায় আরও একজনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে দেশে আরও একজন মারা গেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে তিনি মারা যান। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৫৭ জন। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯০ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।