দেশে ৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এই তথ্য জানায়। শনাক্তের সবাই ঢাকা মহানগরীতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৬৭৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।

প্রসঙ্গত, ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে, বিগত কয়েক দিনে দেশটিতে ১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে আবারও বেশ দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতের পাশপাশি চীন এবং যুক্তরাষ্ট্রেও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে অনুমোদিত টিকাগুলো এই ভেরিয়েন্টের বিরুদ্ধে লক্ষণীয় এবং গুরুতর রোগের বিরুদ্ধে কার্যকর থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও কিছু দেশে যেখানে NB.1.8.1 ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, সেখান থেকে আক্রান্ত ও হাসপাতাল ভর্তি বাড়ছে, বর্তমান তথ্যগুলো ইঙ্গিত দেয় না যে, এই ভেরিয়েন্ট অন্যান্য চলমান ভেরিয়েন্টের তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে।