উত্তরায় বাসিন্দা হলে ওয়েব ডেভেলপারদের বিশেষ সুযোগ

12359965_1648693945404505_9095949319427394498_nদক্ষিণ কোরিয়া ভিত্তিক অনলাইন মার্কেটিং, আইটি সলিউশন ও কনসালটেন্সি কোম্পানি ‘কোরিয়া এমটিএস লিমিটেড’ তিনটি শূন্য ওয়েব ডেভেলপার পদে আবেদনপত্র আহ্বান করেছে।
আবেদনের যোগ্যতা
ওয়ার্ডপ্রেসে কাজ করার ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেমপ্লেট তৈরি ও পিএসডি থেকে কনভার্সনে অভিজ্ঞ হতে হবে।
আইটি সিস্টেম ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। তিনটি চালু ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে।

ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ‘রেস্ট সার্ভিস’-এ কাজ করার মতো জ্ঞান থাকতে হবে।

‘Apache & Nginx’ এ কাজ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে।

আরও যে সব যোগ্যতা থাকলে এগিয়ে থাকবেন

PHP framework CodeIgnator এ অভিজ্ঞতা থাকলে।

HTML5, CSS3, JavaScript, Bootstrap এর ব্যবহারিক জ্ঞান থাকলে।

PHP, MySQL, JavaScript, Ajax, JSON ও jQuery তে কাজ করার অভিজ্ঞতা থাকলে।

ভার্সন কন্ট্রোল সিস্টেম যেমন বিটবাকেটের ব্যবহারিক জ্ঞান থাকলে।

কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হতে হবে।

সফটওয়্যার কোম্পানিতে কাজের অভজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

২৪ বছর – সর্বোচ্চ ৪০ বছর (এটি বাধ্যতামূলক নয়)

উত্তরার থাকেন এমন আবেদনকারীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।
চাকরির ধরণ

ফুলটাইম।

বেতন

যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হবে।

আবেদনের সময়সীমা

১৫ আগস্ট, ২০১৬

আবেদন প্রক্রিয়া

বিডিজবসের মাধ্যমে আবেদন করা যাবে।

অথবা

koreamts@gmail.com ইমেইল ঠিকানায় সিভি পাঠিয়েও আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস

বিস্তারিত