বাংলা ট্রিবিউনে চাকরি

বাংলা ট্রিবিউনে চাকরি

কম কথায় দ্রুত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ বাংলা ট্রিবিউনে রয়েছে এক ঝাঁক উদ্যমী তরুণ সংবাদকর্মী। সেই দলে আরও কয়েকজন দক্ষ ও উদ্যমী সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:              সাব-এডিটর

পদ সংখ্যা:               একাধিক

যোগ্যতা:                     স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

                                    সাব-এডিটিংয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

                                    ইন্টারনেট ব্যবহার এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদে দক্ষতা।

বাড়তি যোগ্যতা:          অনলাইন মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা।

                                   প্রুফ রিডিংয়ে দক্ষতা।

 

পদের নাম:               সোস্যাল মিডিয়া কো-অর্ডিনেটর

পদ সংখ্যা:               ১টি

যোগ্যতা:                     স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

                                   কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

বাড়তি যোগ্যতা:          ডিজিটাল মার্কেটিংয়ে পেশাদার ট্রেনিং।

 

পদের নাম:              পি.এস. টু এডিটর

পদ সংখ্যা:              ১টি

যোগ্যতা:                স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

                                 যে কোনও বিষয়ে গবেষণায় আগ্রহ।

                                 ইংরেজি বলা ও লেখা এবং মাইক্রোসফট এক্সেলে কাজ করার দক্ষতা।

বেতন

সাব এডিটর: ২৫,০০০- ৩৫,০০০ টাকা।

সোস্যাল মিডিয়া কো-অর্ডিনেটর: ২৫,০০০- ৩৫,০০০ টাকা।

পি.এস. টু এডিটর: ২০,০০০- ২৫,০০০ টাকা।

এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা যুক্ত হবে।

আবেদনের শেষ তারিখ

৩০ সেপ্টেম্বর, ২০১৬

আবেদন প্রক্রিয়া

সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত বিস্তারিত সিভি info@banglatribune.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

 

কেবল প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সিভিতে অবশ্যই আপনাকে শনাক্ত করতে পারবেন এমন দুই ব্যক্তির রেফারেন্স থাকতে হবে।

পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাংলা ট্রিবিউনের সিদ্ধান্তই চূড়ান্ত।

ব্যক্তিগত যোগাযোগ অযোগ্যতা বলে বিবেচিত হবে।