পরমাণু শক্তি কমিশনে নিয়োগ

চারটি অস্থায়ী পদে ৪৯ জন নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন।

পদের নাম: সায়েন্টিফিক অফিসার, জিওলজিস্ট, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল অফিসার।

পদের বিবরণ: সায়েন্টিফিক অফিসার: ফিজিক্স (মেডিক্যাল ও নিউক্লিয়ার ফিজিক্সসহ) বিষয়ে ১৫ জন, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে ছয়জন, রসায়ন ও ফলিত রসায়ন বিষয়ে আটজন, কম্পিউটার সায়েন্স বিষয়ে দুজন, এনটোমোলজি একজন, বায়োকেমিস্ট্রি চারজন এবং মাইক্রোবায়োলজি বিষয়ে দুজন।

জিওলজিস্ট: চারজন

ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ার একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং একজন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন

মেডিক্যাল অফিসার: চারজন

যোগ্যতা:

সায়েন্টিফিক অফিসার এবং জিওলজিস্ট: সংশ্লিষ্ট বিষয়ে থিসিসসহ এমএসসি পাস।

ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

মেডিক্যাল অফিসার: ৬০ ভাগ নম্বরসহ এমবিবিএস ডিগ্রি।

শিক্ষাজীবনের যে কোনও তিনটি পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে।

বয়সসীমা: ১৫ জুন, ২০১৭ মোতাবেক ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটাধারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০১৭

আবেদন প্রক্রিয়া: সরকার নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন পত্র পাওয়া যাবে পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইট www.baec.gov.bd বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’।

বিস্তারিত

পরমাণু শক্তি কমিশনে নিয়োগ