কর্ম কমিশনে ৩৬৯ জন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২৩টি পদে মোট ৩৬৯ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম ও পদসংখ্যা: মেডিকেল অফিসার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত)- ১৫২ জন, পরিসংখ্যান কর্মকর্তা- ৬০ জন, ড্রাফটসম্যান- ২৯ জন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার- ২০ জন, উপসহকারী প্রকৌশলী সিভিল (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত)- ১৯ জন, মোটরযান পরিদর্শক - ১৮ জন, সহকারী প্রকৌশলী সিভিল - ১৭ জন, প্রভাষক- ১৩ জন, জেলা ক্রীড়া অফিসার- ১২ জন, সহকারী প্রোগ্রামার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত)- ৮ জন, চিফ ইনস্ট্রাক্টর- ৬ জন, সহকারী প্রকৌশলী তড়িৎ- ২ জন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী- ২ জন, সিনিয়র সাইফার অফিসার- ২ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা -২ জন, প্রিন্টিং ম্যানেজার- ১ জন, অ্যানেসথেসিওলজিস্ট- ১ জন, রেডিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) - ১ জন, ব্যাকটেরিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) - ১ জন, এস্টিমেটর (তড়িৎ)- ১ জন, পরিদর্শক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) - ১ জন এবং প্রকৌশলী প্রশিক্ষক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) – ১ জন

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০১৭

আবেদন প্রক্রিয়া ও আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত

কর্ম কমিশনে ৩৬৯ জন নিয়োগ

কর্ম কমিশনে ৩৬৯ জন নিয়োগ

সূত্র: প্রথম আলো