ড্রাইভার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি ড্রাইভার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মহাখালী ও সাভার ক্যাম্পাসের জন্য কিছুসংখ্যক ড্রাইভার নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্ব ও কর্তব্যসমূহ:
১. প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুযায়ী যানবাহন চালনা করা।
২. ডিউটি শুরুর আগে লুব্রিক্যান্ট, ফুয়েল, কুল্যান্ট, ব্রেক, লাইট ইত্যাদি পরীক্ষা করা এবং স্বাস্থ্যবিধি মেনে যানবাহনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজার রাখা।
৩. দায়িত্ব পালনের সময় যানবাহনের সুরক্ষা বজায় রাখা এবং ট্রাফিক নিয়মকানুন মেনেচলা।
৪. দায়িত্ব পালন শেষ হওয়ার পর যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানে রাখা।
৫. যথাযথ লগ রেকর্ড বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাসিক যানবাহন প্রতিবেদন প্রস্তুত করা।
 ৬. প্রয়োজন অনুসারে মেসেঞ্জার / গার্ডের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে যেকোনো ফাইল/ কাগজপত্র বিশ্বস্ততার সাথে সরবরাহ  করা।
৭. কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য যে কোনও অর্পিত দায়িত্ব পালন করা।

শিক্ষাগত এবং অভিজ্ঞতা:
১. কোনোস্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী/জেএসসি পাশ।
২. কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৩. মোটরযান চালনার লাইসেন্স থাকতে হবে। যানবাহন রক্ষণাবেক্ষণ দক্ষতা, সঠিক লগ রেকর্ড বজায় রাখার ক্ষমতা, ইংরেজী ভাষায় কথোপকথন এবং ভারী মোটরযান চালনার লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: মহাখালী ও সাভার ক্যাম্পাস, ব্র্যাক ইউনিভার্সিটি 

আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, মোটরযান চালনার লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবিসহ নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে।
আবেদনপত্র প্রেরণের খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

মানব সম্পদ বিভাগ, ব্র্যাক ইউনিভার্সিটি, ৪৯ মহাখালী, ঢাকা-১২১২
অথবা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।