চাকরি পরীক্ষার ফি ১০০ টাকা করার দাবি

চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার শিক্ষার্থীরা। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে কুমিল্লার কান্দিরপাড়ে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্র সাখাওয়াত হোসেন সাকিব। 

তিনি বলেন, এদেশে চার বছরের অনার্স শেষ করতে ৬-৭ বছর লেগে যায়। আমাদের দাবি, সব চাকরিতে প্রবেশের বয়স ৩০-এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সরকারি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে। আমরা বেকার, ৭০০ টাকা দিয়ে বিসিএসের জন্য আবেদন করতে পারবো না। একই দিনে একাধিক চাকরির পরীক্ষা গ্রহণ করা যাবে না।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, আমার বয়স ২৯ বছর পাঁচ মাস। করোনার কারণে দুই বছর নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। আমরা চাই, সব চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়ানো হোক। একই সঙ্গে আমাদের দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধ করা হোক। প্রিলি ও লিখিত পরীক্ষাসহ ভাইভার ফল প্রকাশ করতে হবে। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।