সরকারি চাকরির খবর

২৪ পদে জনবল নিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জনবল নিয়োগের বিজপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত দুইটি পৃথক বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি মোট ২৪টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট- ১ জন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক/উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোক)- ২ জন, উপপরিচালক ( হিসাব ও নিরীক্ষা)- ১ জন, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার- ১জন, প্রোগ্রামার- ৪জন, সহকারী সচিব- ১জন, সহকারী প্রোগ্রামার- ৩ জন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ)- ২জন, সহকারী পরিচালক (নিসাব ও নিরীক্ষা)- ১জন, প্রেস ম্যানেজার কাম- প্রুফ রিভার- ১জন, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার- ২জন, নিরাপত্তা কর্মকর্তা- ১জন, সেকশন অফিসার- ২জন, পার্সোনাল অফিসার- ১ জন।

এছাড়াও, কম্পিউটার অপারেটর- ৩জন, ক্যাটালগার/রেকর্ড কিপার- ১জন, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর- ৫জন, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক- ২ জন, অফিস সহকারী কাম-ডাটা প্রসেসর- ২জন, হিসাব সহকারী কাম ডাটা প্রসেসর- ১ জন, সনদপত্র লেখক (সার্টিফিকেট রাইটার)- ১জন, লেটার প্রেস মেশিন অপারেটর- ১জন, মেশিন এটেডেন্ট- ১ জন, এমএলএসএস- ১জন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন