৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডারে আরও ৩৪৪ জনকে নিয়োগের সুপারিশ

৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে ৩৪৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৯ মার্চ) এ ফল প্রকাশ করে পিএসসি।  

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম ও ১১তম গ্রেড) পদে সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। এতে নন-ক্যাডার পদে ১০ম গ্রেডের ৩২০টি ও ১১তম গ্রেডের ২৪টি পদে নিয়োগের জন্য কমিশন মোট ৩৪৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন। এ পর্যন্ত নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে ১ হাজার ৭৬৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে ১ হাজার ৫২২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১১তম গ্রেড) পদে ২৪ জনসহ সর্বমোট ৩ হাজার ৩০৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।