৪৪তম বিসিএস: ২৮ এপ্রিলের মধ্যে শ্রুতিলেখকের জন্য আবেদন

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে। ওই পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ২৮ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন আগারগাঁও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়। 

শ্রুতিলেখকের জন্য আবেদনপত্রের সঙ্গে প্রবেশপত্রের কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জামা দিতে হবে।

২৮ এপ্রিলের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না।