গণযোগাযোগ অধিদফতরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্রেড-১৩ থেকে ২০ গ্রেড পর্যন্ত ১৬ ক্যাটাগড়িতে মোট ৩৯৭ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৫ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী
পদসংখ্যা: ০৭
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত বোর্ড হতে সংগীতে ডিপ্লোমা। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা; সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী; গণজমায়েত অথবা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা।

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।

৪. পদের নাম: সাউন্ড মেকানিক
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেক্ট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।


৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩৫
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: এম,এল,সারেং
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। 

৭. পদের নাম: এম,এল,ড্রাইভার
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। 

৮. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

৯. পদের নাম: ঘোষক
পদসংখ্যা: ৪২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

১০. পদের নাম: ডায়নামো মেকানিক
পদসংখ্যা: ০১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

১১. পদের নাম: ফ্লুট প্লেয়ার
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

১২. পদের নাম: সহকারী সাইন অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

১৩. পদের নাম: এ,পি,এ,ই অপারেটর
পদসংখ্যা:৯১
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

১৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১৩
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

১৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪৭
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

১৬. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা mcd.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: ইত্তেফাক, ২৮ জুলাই ২০২২