বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ চাকরি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআই্আইএসএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে মোট চারজনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ৩
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫২,০৬০ টাকা
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা:
ক. পিস অ্যান্ড কনফ্লিক্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। (এই যোগ্যতায় দুই জন) এবং 
খ. স্ট্রাটেজিক স্টাডিজ অথবা রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। অভিজ্ঞ ও পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধীকার দেওয়া হবে। (এই যোগ্যতায় একজন)

পদের নাম: লাইব্রেরী সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: লাইব্রেরী সাইন্সে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, সদ্য তোলা সত্যায়িত ৩তন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপ-পরিচালক, প্রশাসন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ।

সূত্র: প্রথম আলো, ১৬ আগস্ট ২০২২।