জরুরি ভিত্তিতে বাংলাদেশি কর্মী নেবে স্লোভেনিয়া

জরুরি ভিত্তিতে বাংলাদেশি কর্মী নেবে স্লোভেনিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার) পদে মোট ১০ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ:

পদের নাম: রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার)
পদসংখ্যা: ১০
বেতন: মাসিক বেতন: ১ হাজার ইউরো (প্রায় ৯৭,৪৮৬ টাকা)।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা এর আগে সিঙ্গাপুর, দুবাই অথবা মধ্যপ্রাচ্যে এই পদে কর্মরত ছিলেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির শর্ত:
> চাকরির চুক্তি চার বছরের, তবে নবায়নযোগ্য
> দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। বছরে ছুটি ১৫ দিন। 
>  প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে খাবারের খরচ নিজের।
> স্লোভেনিয়ায় যাওয়ার বিমানভাড়া এবং সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
> নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য সরকারি ফি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিটি দেখুন এখানে