শিক্ষক-কর্মকর্তার বিভিন্ন পদে চাকরি দিচ্ছে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষক ও কর্মকর্তার একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষক পদ

১. ন্যানোম্যাটেরিয়ালস্ অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা

২. পুরকৌশল বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা
(খ) সহকারী অধ্যাপক-এর ৩ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল:  ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৩. পেট্রোলিয়াম ও খজিন সম্পদ কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক-এর ১ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

৪. রসায়ন বিভাগ
সহকারী অধ্যাপক-এর ২ টি পদ, ১ টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৫. পানি সম্পদ কৌশল বিভাগ
 লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৬. বুয়েট-জিডপাস
লেকচারার-এর ৩ টি অস্থায়ী পদ (২টি পুর ও ১টি ইউ.আর.পি)। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

কর্মকর্তা পদ

১. রেজিস্ট্রার অফিস
ডেপুটি রেজিস্ট্রার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

২. যন্ত্রকৌশল বিভাগ
সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৩. পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ
সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৪. প্রধান প্রকৌশলীর কার্যালয়
উপ-সহকারী প্রকৌশলী (এস্টিমেটর) (পুর) -এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষক পদের জন্য: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (রেজি-১) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৬ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবর জমা দিতে হবে।

কর্মকর্তা পদের জন্য: এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজি-২) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও যোগদানের তারিখ উল্লেখ করে ১২ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবর জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত আরও জানতে এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিটি দেখুন এখানে