বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরির সুযোগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৬ পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে।
 
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে।

৪. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
 
পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে অন্যূন ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://erecruitment.bcc.gov.bd/exam/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৬ নং পদের জন্য ৬২ টাকা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৭ সেপ্টেম্বর ২০২২