সরকারি চাকরির খবর

বাংলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি, ৬৮ পদে ১৮০ জনের চাকরির সুযোগ

বাংলা একাডেমি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬৮ শূন্য পদে মোট ১৮০ জনকে চাকরি দেবে। আবেদন গ্রহণ ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
 
পদের বিবরণ:
৯ম গ্রেডের ১২ টি পদ ( রিসার্চ অফিসার, ট্রান্সলেটর, প্রোগ্রাম অফিসার, ফটোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট এডিটর আর্টিস্ট সুপারিনটেনডেন্ট অফ প্রিন্টিং / রিটাচার, পাবলিক রিলেশন অফিসার, পার্চেস, সেলস অ্যান্ড স্টোর অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, স্কিল্ড মেকানিক ),

১০ম গ্রেডের ১৯ টি পদ ( সিকিউরিটি অফিসা / কেয়ারটেকার, অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর, প্রুফ এডিটর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর ( কমপাইলেশন ), অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর ( সোশাল সায়েন্স , ল অ্যান্ড ট্রান্সলেশন ), অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর ( সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ), অ্যাসিস্ট্যান্ট ম্যানুসক্রিপ্ট এডিটর ( বায়োলজিক্যাল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স ), অ্যাসিস্ট্যান্ট ফুটনার, আসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, সাব - অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক ),

১১তম গ্রেডের ৩টি পদ ( অ্যাসিস্ট্যান্ট মেকানিক, স্টোর কিপার ), ১৩ তম গ্রেডের ১টি পদ ( অ্যাকাউন্ট্যান্ট, প্রিন্টার, স্টেনোগ্রাফার ), ১৪ তম গ্রেডের ২০০ টি পদ ( স্টেনোটাইপিষ্ট, জমাদার সিনিয়র মেশিনম্যান, সিনিয়র কম্পোজিটর, স্কিল্ড লাইনো অপারেটর, লাইনো অপারেটর, সুদক্ষ মনো অপারেটর, অপারেটর, স্কিল্ড বাইন্ডার ( মেকানিক ), স্কিল্ড বাইন্ডার ),

১৬ তম গ্রেডের ৩৯ টি পদ ( কম্পোজিটর জুনিয়র লাইনো অপারেটর অপারেটর কার্টার এন্ড টিচার , এলডিএ - কাম - টাইপিষ্ট , রেকর্ড কিপার , ল্যাব অ্যাসিস্ট্যান্ট , অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ( প্রেস ) , ড্রাইভার , মেশিনম্যান ), ১৭ তম গ্রেডের ১টি পদ ( অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান ),

১৮ তম গ্রেডের ৭টি পদ ( অ্যাসিস্ট্যান্ট অপারেটর, প্রেস অ্যাসিস্ট্যান্ট, ডেসপ্যাচ রাইডার, প্যাকার, গ্লাম্বার ), ১৯ তম গ্রেডের ৩১ টি পদ ( ডিস্ট্রিবিউটর, জয়েন্টম্যান, প্রুফ বয়, মেটাল কাস্টার, লাইনো অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মনোকাস্টার, মনো অ্যাসিস্টেন্ট, কাটিং অ্যাসিস্ট্যান্ট, বাইন্ডার, জুনিয়র বাইন্ডার, বাইন্ডিং অ্যাসিস্ট্যান্ট ) এবং

২০ তম গ্রেডের ৩৯ টি পদ ( এমএলএসএস, নাইটগার্ড / দারোয়ান, সিকিউরিটি গার্ড, সুইপার ) পদসহ মোট ১৮০ টি।

বয়সসীমা: ১/৯/২০২২ তারিখে ১৮-৩০ বছর। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা bacademy.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্যতা ও অভিজ্ঞতাসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে এবং এখানে