৯ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৯ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. রসায়ন বিভাগ
ক. অধ্যাপক-এর একটি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
খ. সহকারী অধ্যাপক-এর একটি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

২. পুরকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক-এর একটি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।

৩. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহযোগী অধ্যাপক-এর একটি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।

৪. যন্ত্রকৌশল বিভাগ
ক. সহযোগী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
খ. সহকারী অধ্যাপক-এর একটি অস্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৫. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
ক. সহযোগী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
খ. সহকারী অধ্যাপক-এর একটি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৬. স্থাপত্য বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।

৭. পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট
সহযোগী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।

৮.মানবিক বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ২টি অস্থায়ী পদ (অর্থনীতি) (অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।

৯. ন্যানোম্যাটোরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
লেকচারার-এর একটি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম https://www.buet.ac.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র পৌঁছাতে হবে। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদন ফি: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা।