সরকারি চাকরির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

কর কমিশনারের কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। কর অঞ্চল-২, ঢাকা এর অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৭ জুন সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৭ জুন বিকাল ৫টা পর্যন্ত ।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।

৪. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৯
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৯
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা:এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৭. পদের নাম: নোটিশ সার্ভার
পদসংখ্যা: ০৪
গ্রেড: ২০
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৪
গ্রেড: ২০
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০৩
গ্রেড: ২০
বেতন স্কেল:৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১ মার্চ, ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ, ২০২০ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা tax2.teletalk.com.bd ওয়বসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ৫ জুন ২০২৩