সরকারি বিদ্যুৎ কোম্পানীতে চাকরির সুযোগ, আবেদন ফি ১৫০০

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানটি চুক্তি ভিত্তিতে ১৫ জন প্রকৌশলী নিয়োগ দেবে। আগ্রহীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১২
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়াও মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহন সুবিধা রয়েছে।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পাওয়ার)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়াও মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহন সুবিধা রয়েছে।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কোটায় ৩২ বছর। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://dpdc.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা।