সহকারী জজ নিয়োগ, যারা আবেদন করতে পারবেন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ দেওয়া হবে ১০০ জনকে। আগামী ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদের নাম: সহকারী জজ
পদসংখ্যা: ১০০ (বৃদ্ধি বা হ্রাস পেতে পারে)
বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

যোগ্যতা:‍ যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনও স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://www.bjsc.gov.bd থেকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১২০০ টাকা।

পরীক্ষার ধরন ও পাস নম্বর:

ক. প্রিলিমিনারি পরীক্ষা
সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকবে। প্রতিটির মান হবে ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা করা হবে। এই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। 

খ. লিখিত পরীক্ষা
১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনও পরীক্ষার্থী কোনও বিষয়ে ৩০ নম্বরের কম পেলে লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবেন। গড়ে ৫০ শতাংশ নম্বর পেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য হবেন।

গ. মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০। শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

শারীরিক যোগ্যতা: সহকারী জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। উক্ত দায়িত্ব পালনে বাধা হয় এরূপ দৈহিক বৈকল্য আছে কি-না তা যাচাই এবং প্রত্যয়নের নিমিত্ত প্রার্থীকে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক গঠিত মেডিক্যাল বোর্ড অথবা মনোনীত মেডিক্যাল অফিসারের সম্মুখে উপস্থিত হতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে