বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বাড়ি-গাড়ির সুবিধাসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
বয়সসীমা:  ১৮ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক; তবে ৬২ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মূল বেতন: ১,৪৯,০০০ টাকা। এছাড়াও আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ডিজিএম/সমপদ) অন্তত পাঁচ বছরের এবং কোনও পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রজেক্ট/প্ল্যানিং অ্যান্ড ডিজাইন/প্রকিউরমেন্ট/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://apscl.gov.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল-৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা-১০০০।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।