বাংলাদেশ বিমানবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। স্বল্পমেয়াদি ডিআই ২০২৫বি কোর্সে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরলজি এবং এসপিএসএসসি ২০২৫বি কোর্সে শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি) শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ মার্চ, ২০২৫ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
অন্যান্য যোগ্যতা
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বয়সসীমা: ২৩ জুন ২০২৫ তারিখে (ডিআই ২০২৫বি কোর্সে জন্য) ২০ থেকে ৩০ বছর; এসপিএসএসসি ২০২৫বি কোর্সের জন্য ২১ থেকে ৩৫ বছর।
উচ্চতা:
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।
নারী প্রার্থীদের উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।
ওজন: উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
চোখের দৃষ্টিশক্তি : এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মিটিওরলজি ও শিক্ষা শাখার জন্য ৬/৩৬।
অযোগ্যতা: সেনা/নৌ/বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত/ স্বেচ্ছায় অবসর গ্রহণ, গত পাঁচ বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিনড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত, যেকোনও ফৌজদারি অপরাধের জন্য আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ও সিএমবি অথবা আপিল মেডিক্যাল বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে না।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://joinairforce.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১,০০০ টাকা।
আবেদনের নিয়ম এবং পরীক্ষার তারিখ:
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন।