ট্যুরিজম বোর্ডের ফেলোশিপ পেলেন ১০ সাংবাদিক

ফেলোশিপ পাওয়া সাংবাদিক ও আয়োজকরা (ছবি-সংগৃহীত)পর্যটন বিষয়ে সেরা প্রতিবেদন লেখার স্বীকৃতি পেলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ জন। এ বছর তাদেরকে পর্যটন সাংবাদিক ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের হাতে ফেলোশিপের সনদ ও সম্মানী তুলে দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক।

ফেলোশিপ পেয়েছেন— বার্তা সংস্থা ইউএনবি’র একেএম মইনউদ্দিন, কালের কণ্ঠের মাসুদ রুমী, দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন, দৈনিক সমকালের আলতাফ হোসেন, দৈনিক আমাদের সময়ের তৌহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দিনার সুলতানা, বাংলাভিশনের জিয়াউল হক সবুজ, সময় টিভির ইমতিয়াজ আহমেদ ও মোহনা টেলিভিশনের ফারহানা নীলা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ বছর ফেলোশিপের জন্য সারাদেশ থেকে প্রতিবেদন জমা পড়ে। এর মধ্যে ১০ জনকে ফেলোশিপ দেওয়া হয়।

অনুষ্ঠানে ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার।