আকাশবীণার ভেতর-বাহিরের গল্প (ভিডিও)

ড্রিমলাইনার (ছবি: শাদমান আল সামী)চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫ সেপ্টেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার আকাশবীণা। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর রাতেই মালয়েশিয়ার পথে উড়াল দেবে এর প্রথম ফ্লাইট। পাইলট, প্রকৌশলী থেকে শুরু করে সবার মধ্যে ড্রিমলাইনারকে ঘিরে নতুন স্বপ্ন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারের সামনে পার্কিং করা হয়েছে আকাশবীণা। বিমানের প্রকৌশল বিভাগের কর্মীরা ইঞ্জিন থেকে শুরু করে এর প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করছেন।

বিমানের চিফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার মুনজেরিন রায়ান ককপিট থেকে শুরু করে সবকিছুই নিজেরা দেখছিলেন। ক্যাপ্টেন বাংলা ট্রিবিউনকে জানালেন, আকাশবীণা সম্পর্কিত কিছু তথ্য। এ সময় সঙ্গে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। চলুন ভিডিওতে দেখি ড্রিমলাইনারের ভেতর-বাহিরের গল্প। 


ভিডিও সম্পাদনায় রিয়াদ হাসান। 
আরও পড়ুন-
বিমানের ড্রিমলাইনার ‘আকাশবীণা’র আদ্যোপান্ত (ভিডিও)